ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের ভগ্নিপতির অবৈধ সম্পদের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের ভগ্নিপতি সাইদুর রহমান শিকাদরের বিশাল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। হাবিবুর রহমান যখন কর্মরত ছিলেন তখন তার নাম ভাঙিয়ে এই সাইদুর রহমান স্থাবর ও অস্থবার সম্পদের মালিক বনে গেছেন।
নিজের নামে ও স্ত্রীর নামে করেছেন বিলাশবহুল বাড়ি ও ব্যাংক ব্যালেন্স। ঢাকার আফতাব নগরে ‘নুসরাত ভিলা’ বাড়ি নং ৪২, রোড নং ০২, ব্লক-সি তার নিজের নামে। বাড়ি নং ৩৮ পূর্ব মানিকনগর, ঢাকাতে ৬ ষ্ঠ তলায় ২৫০০ স্কায়ার ফিটের আধুনিক ফ্ল্যাট। উত্তরা বাউনিয়াতে প্লট, আফতাবনগরে প্লটসহ বাড়ি নির্মানাধীন।
নিজ জেলা গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চরকুশিল গ্রামে বিঘায় বিঘায় জমি। গোপালগঞ্জ জেলখানার পাশে তিন তলা বাড়ি। তিনি বিভিন্ন লোকের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না। ‘উত্তোরণ ফাউন্ডেশন’ নামক একটি প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন সাইদুর রহমান সিকদার ও আনোয়ারা পারভিন সহ ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমানের পারিবারিক সদস্যরা।
এই ফাউন্ডেশনের নামে তারা বিভিন্ন লোকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন ব্যাংকে তাদের নামে রয়েছে মোটা অংকের ব্যাংক ব্যালেন্স। সাইদুর রহমান একজন সরকারী প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার পরও তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে আলোপ আলোচনা।
তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটিা টাকা। তিনি বিগত ১৫ বছর হাবিবুর রহমানের নাম ব্যবহার করে এবং তার ক্যাশিয়ার হিসেবে বিশাল সম্পদ গড়ে তুলেন। তার পিতার নাম মৃত আবদুল হালিম শিকদার, মাতার নাম: আশ্রাফুন্নেসা, স্থায়ী ঠিকানা: গ্রাম: চরকুশলি, থানা: টুংগিপাড়া, জেলা: গোপালগঞ্জ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগ থেকে এসব তথ্য পাওয়া। এই ব্যাপারে তার মতামত ও বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেন না।