ঢাকার উত্তর যাত্রাবাড়িতে রাজউকের নকশা ছাড়া বহুতল ভবন নির্মান চলছে

স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তর যাত্রাবাড়িতে রাজউকের নকশা ছাড়া বহুতল ভবন নির্মানজজ্ঞ চলছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
৭৬/৮/সি-১ উত্তর যাত্রাবাড়ি, থানা: যাত্রাবাড়ি, ঢাকা ঠিকানায় রাস্তার জমি দখল করে গলির ভেতর বহুতল ভবন নির্মান কাজ করছেন ভবন মালিক কারিমা (মোবাইল নং ০১৯১৬-১৯২৭৭১) মাত্র তিন ফুট প্রশস্ত একটি গলির সামনে বহুতল ভবন নির্মানের জন্য রাজউক থেকে নকশা অনুমোদন ও জমির ছাড়পত্র দেওয়ার কথা নয়।
অভিযোগ রয়েছে রাজউকের অনুমোদন ছাড়া এ ধরণের বহুতল ভবন নির্মানের বিষয়ে রাজউকে একাধিক অভিযোগ করে ও ধরণা দিয়ে কোন কাজ হয় না। এই নির্মান কাজের কারণে ভুক্তভোগী নিকটবর্তী ভবন মালিক বাধা দিলে তাকে হেনস্থা করা হয় ও যাত্রাবাড়ি থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয়।
সর্বশেষে এলাকা সূত্রে ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা গেছে অদ্য ২৭-মার্চ, ২০২৫ খ্রি: বেলা ১১.৫০ ঘটিকায় যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ এসে উল্টো ভুক্তভোগী ইউসুফ খন্দকারকে বাসা থেকে ধরে নিয়ে যায়। থানা পুলিশ কী কারণে ভুক্তভোগীকে ধরে নিয়ে গেল তা ইউসুফ খন্দকারকে ও তার স্বজনদেরকে জানাচ্ছে না বলে ভুক্তভোগীর পরিবার থেকে জানা গেছে।
অথচ প্রচলিত আইন অনুযায়ী কোন ব্যক্তিকে ধরে থানায় নেওয়ার সময় কী কারণে তাকে ধরে নেওয়া হচ্ছে তা তাকে জানাতে হবে। যাত্রাবাড়ি থানা থেকে অদ্য কোন কর্মকর্তা কী কারণে তাকে ধরে নিয়ে গেল তা তদন্ত করার দাবি জানান ভুক্তভোগীর পরিবার। রাজউকের নিকট উক্ত নকশা বহির্ভূত ভবনের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে রাজউক আদৌ কি কোন ব্যবস্থা গ্রহণ করবে কি না তা সময়ে বোঝা যাবে।