পুলিশের দ্রুত অভিযানে অপহরণচক্রের ৬ সদস্য আটক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে অপহরণ চক্রের ০৬ জন সদস্য গ্রেফতার এবং অপহরনে ব্যবহৃত প্রাইভেট কার ও জোরপূর্বক আদায়কৃত ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার।
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, মো: বাবুল আজাদ এর নেতৃত্ব এসআই/মো: জাহেদ উল্লাহ জামান, এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ২৬ মার্চ সময় ১০.২০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন স্টেডিয়াম রোড রুপালী আবাসিক এলাকার গেইটের সামনে রাস্তায় অভিযান পরিচালনায় অপহরণ চক্রের সদস্য (HR871) ১। মোঃ রোমান উদ্দিন(৩৩), পিতা-মৃত নুরু ছাপা, মাতা-জাহানারা, সাং-পূর্ব বড় ভিউলা, ওয়ার্ড নং-০৬, ব্রাহ্মনপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বর্তমানে-রুপালী আবাসিক স্টেডিয়াম দক্ষিণ পার্শ্বে, রফিক সাহেবের ভাড়াঘর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, (HR86J) ২। মোঃ সাগর(২৮), পিতা-মোঃ মিরাজ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-বয়ারগুদীঘাটা, চায়ের দোকানদার এর বাড়ী, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা বর্তমানে- রুপালী আবাসিক স্টেডিয়াম দক্ষিণ পার্শ্বে, শিবুর দোকান, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, (HR838) ৩। মোঃ হাতেম(৩২), পিতা-নুরুল হুদা, মাতা-রাবেয়া খাতুন, স্থায়ী সাং-বড়ঘাগু টিয়া, ইদু মিয়ার বাড়ীর পার্শ্বে, বকুল মিয়ার বাড়ী, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ বর্তমানে- রুপালী আবাসিক স্টেডিয়াম দক্ষিণ পার্শ্বে, কালাম এর রিক্সার গ্যারেজ, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৪। (B5KW4) রবিউল আলম (২৭), পিতা- মোঃ আবুল কালাম, মাতা- আমেনা বেগম মোবাইল :০১৮৭৮-১২৫১৭৬; এনআইডি- ৫১০৬৪১১৩৩২ স্থায়ী : (নারায়নপুর, জামাল সরকারের বাড়ী) , উপজেলা/থানা- তিতাস, জেলা -কুমিল্লা, বাংলাদেশ বর্তমান : (সাগরিকা স্টেডিয়াম এর পিছনে, রূপালী আবাসিক এলাকা, কামালের ভাড়াঘর) , উপজেলা/থানা- পাহাড়তলী, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ, ৫। (9UJS9) আবুল কালাম (৪৬), পিতা- মৃত- আঃ খালেক (সাং-নারায়নপুর (জামাল সরকারের বাড়ী),) , উপজেলা/থানা- তিতাস, জেলা -কুমিল্লা, বাংলাদেশ, ৬। (JMFM9) মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা- মৃত আবদুল রব, মাতা- সেমন আফরোজ, স্থায়ী : গ্রাম- পূর্ব মায়ানী ঘোনা (পন্ডিত বাড়ী ) , উপজেলা/থানা- মীরসরাই, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশকে গ্রেফতার পূর্বক অপহরণ কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের টয়োটা এলিয়ন প্রইভেটকার এবং ভিকটিম মোস্তাফিজুর রহমান হইতে জোরপূর্বক আদায়কৃত অর্থ হইতে ১,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আপহরণচক্রের সদস্যরা সংবাদদাতা মো: মোস্তাফিজুর রহমানকে ২৬ মার্চ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময়ে সাগরিকা স্টেডিয়ামের ০১ নং গেইটের সামনে হইতে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে রুপালী আবাসিক কালামের অটোরিকশা গ্যারেজ এ অপহরণ করে নিয়ে যায় এবং সারারাত চোর অপবাদ দিয়ে অটক রেখে হত্যার উদ্দেশ্য কারেন্টের তার দিয়ে বর্বরতাভাবে মারধর কর শরীরের বিভিন্ন স্থানে সাধারণ ও গুরুতর জখম করে হত্যার ভয়ভীতি দেখিয়ে ৩,৪০০/- টাকা আদায় করে। সংবাদদাতার লিখিত অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানার মামলা নং ২৩, তারিখ-২৬/০৩/২০২৫খ্রি: ধারা- ৩২৩/৩২৫/৩০৭/৩৬৫/৩৮৬/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।
উপরোক্ত আসামীদের পাহাড়তলী থানার মামলা নং ২৩, তারিখ-২৬/০৩/২০২৫খ্রি: ধারা- ৩২৩/৩২৫/৩০৭/৩৬৫/৩৮৬/৫০৬ পেনাল কোড ১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।