সূরা আন্নাবা এর ফযীলাত ও আমল

১। সূৰা আন্নাবা পাচ ওয়াক্ত নামাজের বাদে বা অন্য সময় নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে যে কোন রকম রোগ-ব্যাধি হতে সুস্থতা দান করবেন এবং নিরাপদে রাখবেন।
২। নবী করীম (সা.) এরশাদ করেছেন, যে সব মুমিনরা এ সূরাটি গভীর আস্থা ও একাগ্রতার সহিত পাঠ করবে এবং সে ভয়াবহ কিয়ামতের বিষয়। চিন্তা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কেয়ামতে আবে কাউসার পান। করিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করিবেন।
৩। যার দৃষ্টিশক্তি ক্ষীণ ও দুর্বল হয়ে গেছে, সে ব্যক্তি যেন পূর্ণ পবিত্রতার সহিত সূরা আন্নাবা নির্দিষ্ট স্থানে বসে তিন বার করে পাঠ করে এবং সূরা আন্নাবার ২টি তাবিজ লিখে, একটি তাবিজ পানিতে গুলিয়ে পান করে। আর অপর তাবিজটি কিছুকক্ষণের জন্য উভয় চক্ষে লাগিয়ে রেখে। তাবিজটি পুকুরে, কূপে বা বহমান নদীতে ফেলে দেয়। ইনশাআল্লাহ। দৃষ্টিশক্তি অবশ্যই প্রখর হইবে।
৪। এই সূরা পাঠ করে কিম্বা তাবিজ বাজুতে বেধে কোন বিচারক বা পদস্থ কর্মকর্তার কাছে গেলে তার দ্বারা সহজে কার্য সিদ্ধি হয়। কোন ক্ষতি হওয়ার সমম্ভাবনা থাকে না।