ইসলাম ধর্ম
সূরা ইনফিতাহ, মক্কী আয়াত- ১৯, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। আপনি বলে দিনঃ হে কাফিরবৃন্দ !
২। আমি তার ‘ইবাদত করি না, তোমরা যার ‘ইবাদত কর।
৩। এবং তোমরাও তার ‘ইবাদতকারী নও’ যার ‘ইবাদত আমি করি।
৪। আর আমিও তার ‘ইবাদতকারী নই, যার ‘ইবাদত তোমরা কর।
৫। এবং তোমরাও তার ‘ইবাদতকারী নও, যার ‘ইবাদত আমি করি।
৬। তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল।