ইসলাম ধর্ম
সূরা ইনফিত্বোয়ার ফযীলাত ও আমল

১। যে ব্যক্তি এ সূরাটি আগ্রহ সহকারে পাঠ করবে, রোজ কিয়ামতে রাব্বুল আলামীন তাকে নানা দিক দিয়ে সুখী ও আনন্দিত করবেন। তার আমলনামায় বারি বিন্দুর মত অসংখ্য পুন্য লিখে দিবেন।
২। কেন কয়েদী ব্যক্তি জেল বা হাজতখানায় বসে প্রতিদিন সাতবার এ সূরা পাঠ করলে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সে মুক্তি পাবে।
৩। এই সূরা এক সাথে একশতবার পাঠ করলে আল্লাহর অসীম কৃপায় ফেরেশতা কেরামন কাতেবীন আল্লাহর অনুমতি পেয়ে পাঠকারীর আমলনামায় অসংখ্য নেকী লিখে দিবেন এবং আল্ল।২ তার ঈনানের দৃঢ়তা বাড়িয়ে দিবেন এবং তাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করাবেন।