ইসলাম ধর্ম
সূরা কুরাইশ, মক্কী আয়াত- ৪, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। যেহেতু কুরাইশদের আসক্তি রয়েছে,
২। তাদের আসক্তি রয়েছে শীত ও গ্রীষ্মকালীন। সফরের,
৩। অতএব, তারা যেন এই কা’বা ঘরের মালিকের ‘ইবাদত করে,
৪। যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দান করেছেন।