ইসলাম ধর্ম
সূরা নাস, মক্কী আয়াত- ৬, রুকু- ১

পরম করুনাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে
১। বলুন : আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রব্বের;
২। মানুষের মালিকের,
৩। মানুষের মা’বুদের,
৪। তার অপকারিতা থেকে যে কুমন্ত্রণা দেয় আত্মগোপন করে,
৫। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
৬। হোক সে জিন জাতীয় কিংবা মানব জাতীয়।