ইসলাম ধর্ম
সূরা ফালাক, মক্কী আয়াত- ৫, রুকু- ১

পরম করুনাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে
১। আপনি বলুন: আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার,
২। তিনি যা সৃষ্টি করেছেন তার অপকারিতা থেকে,
৩। আর অন্ধকার রাত্রির অপকারিতা থেকে, যখন তা গভীর হয়ে সমাগত হয়,
৪। এবং অপকারিতা থেকে সেসব নারীদের, যারা তাগার গিরায় ফুৎকার দেয়,
৫। এবং হিংসা পোষণকারীর অপকারিতা থেকে, যখন সে হিংসা করে।