ইসলাম ধর্ম
সূরা ফীল, মক্কী আয়াত- ৫, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। আপনি কি দেখেননি, আপনার রব্ব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন?
২। তিনি কি তাদের চক্রান্ত সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেননি?
৩। আর তিনি পাঠালেন তাদের বিরুদ্ধে দলে দলে আবাবীল পাখি,
৪। যারা তাদের উপর নিক্ষেপ করেছিল কঙ্কর জাতীয় পাথর।
৫। ফলে আল্লাহ্ তাদেরকে ভক্ষিত ভুষির মত করে দিয়েছিলেন।