ইসলাম ধর্ম
সূরা লাহাব, মক্কী আয়াত- ৩, রুকু- ১

পরম করুনাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে
১। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
২। তার মাল-দৌলত এবং সে যা উপার্জন করেছে তা তার কোন কাজে আসেনি।৷ ৩। শীঘ্রই সে দগ্ধ হবে লেলিহান আগুনে,
। এবং তার স্ত্রীও যে কাঠের বোঝা বহন করে।
৫। তার গলায় থাকবে উত্তমরূপে পাকানো একটি রশি।