এক লীগারের কান্ড যে লীগার বলত জামায়াত শিবির বিএনপি মেরে আমার নিকট আসলে সাতখুন মাফ

আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিয়েছেন আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর উপজেলার গোপালপুর বাজারে বেদখল জমি পরিমাপ করে লাল নিশানা টাঙিয়ে দেন আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা। এরপর আছাদুজ্জামানের তৈরি অবৈধ দখল মুক্ত করতে ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। শেষে উদ্ধার হওয়া ১৫ শতাংশ জমি ঢাক-ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।
জমির প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এসএম রেজওয়ান।
উল্লেখ, পতিত খুনি সরকারের খুনি পুলিশ জঙ্গি সাজিয়ে বহু আলেম ও মাদরাসার এবং দাড়ি-টুপিওয়ালা লোকদেরকে ক্রসফায়ারে হত্যাকারী দুর্নীতিবাজ দখলবাজ নারী কেলেংকারীতে জড়িত লম্পট আসাদুজ্জামান অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছে।