ধামরাইয়ে এক মাসে ৩ টি হত্যাকান্ড : আইনশৃঙ্খলার চরম অবনতি

আমরি হামজা : ঢাকার ধামরাইয়ে এক মাসে ৩ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ।
জানাগেছে , ২১ ফেব্রুয়ারি কুল্লা ইউনিয়নের মাকুলিয়া এলাকায় আসকরি নগর আবাসন প্রকল্পের ভিতরে দিনের বেলায় স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন ( ৫০ ) নামে এক ব্যাক্তি কে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়া হত্যা করে ।
২০ শে র্মাচ ধামরাই উপজেলার জালসা গ্ৰামে মাটির ব্যাবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ( ৫২ ) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ।
২৮ র্মাচ ধামরাই উপজলোর সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহীশাসী গ্ৰামে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে প্রতিপক্ষরা সৈয়দা শিরিন আক্তার ( ৫০ ) নামে এক নারী কে পিটিয়ে হত্যা করেছে ।
১২ র্মাচ উপজলোর কুল্লা ইউনিয়নের মাকুলিয়া এলাকায় আসকরি নগর আবাসন প্রকল্পরে ভেতরে থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ ।
৩১ র্মাচ ধামরাই উপজলোর সুতিপাড়া ইউনিয়নের ঢাকা আরচিা মহাসড়কের বাথুলী এলাকায় তাকওয়া কনজ্যুমার ফুড লমিটিডে কারখানার নশ্যৈ প্রহরীদের হাত , পা , মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ১০/১২ জন ডাকাত কারখানা থেকে নগদ ৩ লাখ টাকা কম্পিউটার সরঞ্জাম সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা ।
এদিকে ধামরাইয়ে এক মাসে ৩ টি হত্যাকান্ডের ঘটনায় সাধারণ জনগন এখন আতংকিত হয়ে পরছে । একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটেই চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে । ধামরাই উপজলোয় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়ে পরেছে ।