এক্সক্লুসিভ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার:

গতকাল শনিবার জেলা পুলিশ, ফরিদপুর এর আয়োজনে পুলিশ লাইনস্ শহীদ ছালাম সভা কক্ষে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি- ২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন ফরিদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এ সময় পুলিশ সুপার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন।

তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। অত্র জেলার নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানভীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, শরীয়তপুর ও এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, মো: আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদুপর ও আজমীর হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

তথ্য সূত্র : মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button