অপরাধএক্সক্লুসিভ

লাকসামের কে এই কিশোর গ্যাং রনি! সেনা বাহিনী ও ইউএনও’র হস্তক্ষেপ চায় স্থানীয়রা

৬ এপ্রিল লাকসাম রেলওয়ে জংশনে নাসির টি স্টল নামক প্রতিষ্ঠানে কিশোর গ্যাং এর অন্যতম সদস্য রনি’র নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল। হকারির ছদ্মবেশে লাকসাম রেলওয়ে জংশন তিন নং প্লাটফর্মের উত্তর মাথার আম গাছ তলায় জোড়ো হয়ে থাকে এই গ্যাং দল। যে কোন সময়, যে কাউকেই হেনস্ত করতে বা ক্ষতি করতে এক মিনিট চিন্তাও করেনা। তাদের তীব্রতা দিন দিন বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন লাকসাম জংশন স্টেশনের ব্যবসায়ীগণ।

এইদিকে এসব কিছু ঠিকানা বিহীন হকার নামক সন্ত্রাসী গুলোকে হকারি করার জন্য পিছন থেকে কিছু নামের মাত্র ব্যবসায়ী কিন্তু পদ্মার আড়ালে চালিয়ে যাচ্ছে অবৈধভাবে বিনা টিকিটে ট্রেনে যাত্রী কাছ থেকে মনটা অজ্ঞে টাকা নিয়ে ট্রেনে কর্নরতা দের কাছে দেওয়া হয় আনোয়ার নামক এক লোক সে কখনো খাবার গাড়ি স্টা কখনো পাপন বেপারী কখনো হকারের মালিক এ নামদারে আনোয়ার দীর্ঘদিন যাবত ছিনতাই কারে ও বিনা টিকিটে যাত্রীদেরকে উঠানোর ব্যবস্থা করে দেওয়া হয় গোপনে সহযোগিতা করে আসছে ঠিকানা বিহীন লাকসাম রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যগণ তাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন কোন সুবিধার্থে তা এখন প্রশ্ন?
লাকসাম উপজেলা সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু খেয়াল করলেই পালিয়ে যাবে এসব কিশোরগ্যাং সদস্যরা।
এই কিশোরগ্যাং এর কারণে লাকসাম জংশন রেলওয়ে স্টেশনে যে কোনো সময় ঘটে যেতে পারে কলংকময় একটি অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button