আইন ও বিচাররাজনীতিসংগঠন

সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান কৃষি কর্মকর্তা আমানূল এর ফ্ল্যাট বাড়ী গাড়ী বিত্ত সম্পদের আয়ের উৎস কি

নিজস্ব প্রতিবেদক : ছাত্র জীবনে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তৎকালীন আব্দুল হাই বাবলু প্যানেলের ছাত্রলীগ নেতা আর পরবর্তীতে ২৫ তম বিসিএস পরীক্ষা পাশ করেই নিয়োগ পেয়েছেন কৃষি কর্মকর্তা হিসেবে।

আর এই চাকুরীর সুবাধে বর্তমান ঢাকার খামার বাড়ীততে উপ-পরিচালক (কৃষি কর্মকর্তা) হিসেবে নিয়োজিত আছেন আমানূল ইসলাম। তার নিজ জেলা কুমিল্লায় গড়েছেন নিজের নামে এবং আত্মীয় স্বজনের নামে বেনামে কোটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বাড়ী,গাড়ী,জমিসহ বহু সম্পদ।

অভিযোগ উঠেছে এই কৃষি কর্মকর্তা আমানূল ইসলাম কোন আলাদিনের চেরাগ পেয়ে নিজ নামে বেনামে ফ্ল্যাট বাড়ী গাড়ী কিনেছেন। প্রশ্ন হলো এই কৃষি কর্মকর্তা এতো বিত্ত সম্পদের আয়ের উৎস কি?

সরজমিন অনুসন্ধানে বিশেষ সূত্রে মতে,এই কৃষি কর্মকর্তা আমানূল ইসলাম তার জন্মস্থান নিজ জেলা কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা ইউনিয়নে নলছোয়া গ্রামে হলেও তিনি কৌশলে তার নিজ গ্রাম কিংবা গ্রামের আশপাশে দৃশ্যমান কোন সম্পদ না করে কুমিল্লা সিটি এবং ঢাকাতে এই চাকুরীর সুবাদে বেশ কয়েকটি প্লট,কুমিল্লা সিটির ৮০ পশ্চিম বাগিচাগাঁও এ এলিট গার্ডেনে ১৮ শ স্কয়ার ফিটের ফ্ল্যাট, নগরীর টমচমব্রীজ এলাকায় রয়েল হসপিটাল সংলগ্ন ৩ টি ফ্ল্যাট ক্রয় এবং তার দুই বোন নুরজাহান এবং নুরুনাহার এর নামে দুটি ফ্ল্যাট সহ বহুতল বাড়ী নির্মাণ করে চলছেন বলে জানা যায়। এছাড়াও তিনি তার ব্যক্তিগত ব্যবহার এর জন্য কিনেছেন বিলাস বহুল গাড়ি। যাতে তিনি সরকারি লগো লাগিয়ে রেখেছেন।

কৃষি কর্মকর্তা আমানূল ইসলামের বিরুদ্ধে উপরে উল্লেখিত সম্পদের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বক্তব্যের জন্য তার মুঠো ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন কলটি রিসিভ করেননি এবং পরক্ষণে তাকে ফোন কলে সংযোগ না পেয়ে তাকে তার হোয়াটসঅ্যাপে বহু বার লিখিত ভাবে নক করেও তার কোন সাড়া পাওয়া যায়নি।এই কৃষি কর্মকর্তা আমানূল ইসলামের অর্জিত সম্পদের বিষয়ে সরজমিন অনুসন্ধান পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে কৃষি মন্ত্রণালয় সহ দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আর্কষণ। যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তথ্য অনুসন্ধান পূর্বক ধারাবাহিক নিউজ প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button