পুলিশকে চ্যালেঞ্জ চোরের!

‘১০টি বাড়িতে চুরি করব, ৮টি হয়ে গিয়েছে’! বিহারে পুলিশকে চিঠি লিখে চ্যালেঞ্জ চোরের
পুলিশ সূত্রে খবর, মোতিহারি জেলার পকড়ীদয়াল থানা এলাকার বড়কাগাঁওয়ে গত কয়েক দিন ধরে পর পর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
১০টি বাড়িতে চুরি করার লক্ষ্য। তার মধ্যে আটটি বাড়িতে ইতিমধ্যেই চুরি করেছে সে। বাকি রয়েছে এখনও দু’টি। বিহারে পুলিশকে চিঠি লিখে তাকে ধরার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিল চোর। মোতিহারি জেলার ঘটনা।
পুলিশকে লেখা চিঠিতে ওই চোর জানিয়েছে, যে যে বাড়িতে চুরি করেছে সে, পুরো হাতসাফাই করে এসেছে। তবে দু’-একটি বাড়ি থেকে কম জিনিস চুরি করতে পেরেছে। তবে বাকি দু’টি বাড়ি থেকে তা আদায় করে নেবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চোর। চোরের কাছ থেকে চিঠি পাওয়ার পর থেকেই মোতিহারি জেলায় হুলস্থুল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মোতিহারি জেলার পকড়ীদয়াল থানা এলাকার বড়কাগাঁওয়ে গত কয়েক দিন ধরে পর পর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়েরা জানিয়েছেন, একই পাড়ায় কয়েক দিনের ব্যবধানে পর পর বেশ কয়েকটি বাড়িতে চুরি হওয়ায় আতঙ্কে রাত জাগতে হচ্ছে তাঁদের। তার মধ্যে পুলিশকে আগে থেকে চুরির কথা জানিয়ে, তাকে ধরার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় চোরকে ধরতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিহার পুলিশকে।
সূত্র :
আনন্দবাজার ডট কম ডেস্ক