অব্যাবস্থাপনা
ফরিদপুরে বাস দুর্ঘটনা: ওভারটেক করতে গিয়ে ৭ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর থানার বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে আজ ৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জোয়ার সরদার (৫৮), ছেলে ইমান সরদার (৩৫), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)। আহত হয়েছে অন্তত ২০ জন।
স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।