অপরাধ

এই খুনীটা এখনো পালিয়ে আছে, একে রক্ষা করছে কে?

স্টাফ রিপোর্টার: অবশেষে MAX Secure Limited এর পক্ষ থেকে নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদের গাড়ি চাপায় মৃত্যুর ঘটনায় ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায়, রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেশের অন্যতম অভিজাত/এলিট শ্রেণীর কেন্দ্রস্থল ‘গুলশান ক্লাব’ এর বোর্ড সদস‍্য, মেহেদি মালেক সজীব। যিনি বন্ধু মহলে সাবেক স্পীকার মালেক উকিলের দৌহিত্র হিসেবে পরিচিত। তিনি গত ৩০ মার্চ, চাঁনরাতে ১১.৩০ মিনিটে, বনানীর ১২ নম্বর সড়কে MAX Secure Limited এর নিরাপত্তা প্রহরী; দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান তিনি। সেদিন রাতে গুলশান ক্লাবে প্রচুর মদ‍্যপান করেছিলেন সজীব।

গুরুতর আহত দীন মোহাম্মদ ঈদের দিন ভোররাতে এনআইএনএস হাসপাতালে মারা যান। কিন্তু এতকিছুর পরেও বেশ ভাবলেশহীন ভাবে নিজ কন্যাকে নিয়ে গুলশান ক্লাবে ঘটনার ২/৩ দিন পরই সুইমিং এ যান। গতকাল পর্যন্ত এ ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করা হয়, কিন্তু সচেতন নাগরিকদের কারণে বিষয়টি প্রকাশ পায়।

জানা গেছে, মামলার পর আজকেও গুলশান ক্লাবে সজীবকে দেখা যায়, এর পর থেকে তিনি পলাতক অবস্থায় আছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্যে খুঁজছে। সজীব যেন বিদেশে পালাতে না পারে, সে বিষয়ে ইতোমধ‍্যেই ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছে।

আমরা জানি সজীবের বন্ধু দেশের বিভিন্ন বিত্তবান ব‍্যবসায়ী, আপনাদের যেনে রাখা ভালো যে এই অপরাধীকে আশ্রয় বা কোন প্রকার সহায়তা করলে আপনারাও তার অপরাধের সাথে যুক্ত হবেন। সজীব যে গাড়ি চাপা দিয়েছে সেটা তিনি নিজেই গতকাল আমার কাছে ফোনে স্বীকার করেছেন।

জনাব সজীব, আপনার জন্যে বুদ্ধিমানের কাজ হবে নিকটস্থ পুলিশ কার্যালয়ে আত্মসমর্পণ করা। এতে অন্তত আপনার মতো একটা লোককে খুঁজতে রাষ্ট্রীয় রিসোর্সের অহেতুক অপচয় হবেনা।

তথ্য সূত্রঃ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button