আনোয়ারায় মাটি কাটা ও ড্রেজারে বালু উত্তোলন- আরমান হেলাল সেকান্দার হাশেম এই চক্রটির খুঁটির জোর কোথায় জনমনে প্রশ্ন

নাছির হাওলাদার চট্টগ্রামঃ চট্টগ্রাম আনোয়ারা থানাধীন দক্ষিণ তৈলারদীপ বরুণ ছড়া কানু মাঝির ঘাট থেকে আরমান হেলাল সেকান্দার হাশেম এই চক্রটি আরো কিছু অসাধু মানুষের সহযোগিতায় সাঙ্গু নদী থেকে ড্রেজার দিয়ে বালু এবং মাটি খরন করে বিভিন্ন পুকুর জমি ভরাট করেন।
এ বিষয়ে হেলাল এবং আরমানের সাথে মুঠোফোন কথা বললে। হেলাল বলেন আমরা প্রশাসনকে ম্যানেজ করে আমরা এই মাটিগুলো উত্তোলন করে মানুষের কাছে বিক্রি করি। এক পর্যায়ে গোপন সূত্রে জানা জায়। সাবেক মেম্বার সাত্তার পিতা আহম্মদ সাত্তার জোগ সাহায্যে ছাঙ্গু নদী থেকে মাটি ক্ষরণ করা হয় এ বিষয়ে সাবেক মেম্বার সাত্তারের সাক্ষাৎকার নিলে। উনি বলেন কিছু মাটি রাস্তার কাজে ব্যবহৃত হয়। আর কিছু মাটি বিক্রি করা হয়। কারা বিক্রি করে।
জানতে চাইলে উনি বলেন হেলাল আরমান সেকান্দর হাসেম করে। সাবেক মেম্বার সাত্তার আরো বলেন আমরা যা কিছু করি উপরের মহলকে এবং প্রশাসনকে ম্যানেজ করে করি।
এলাকার একজন বিএনপির রাজনীতিবিদ এবং সমাজসেবক এবং মানবিক লোক এবং কৃষক দলের ৭নং ওয়ার্ডের। সভাপতি সামসু।
বলেন আমার জন্মের পরেও আমি এরকম ঘটনা কখনো দেখেনি। এভাবে যদি শঙ্খ নদী মাটি ক্ষরণ করা হয়। তাহলে আমাদের শঙ্খ নদীর বিরিজ ঝুঁকিপূর্ণ হয়ে জাবে। কৃষক দলের সভাপতি সামসু সাহেব আরো বলেন।
বাংলাদেশের প্রশাসনের কাছে এবং গণমাধ্যম করর্মীর কাছে আমার জোর দাবি।যারা এই শঙ্খ নদীর মাটি ক্ষরণ করে বিক্রি করে তাদেরকে আপনারা আইনের আয়ত্তে আনেন। জানা জায় নামে বেনামে বিভিন্ন দলের পরিচয় দিয়ে।
এই শঙ্খ নদীর মাটি ক্ষরণ করে বিক্রি করে। এ বিষয় দৈনিক বাংলাদেশ সমাচার এবং অপরাধ বিচিত্রার সাংবাদিক নাসির হাওলাদারকে সাবেক মেম্বার সাত্তারের ডান হাত সেকান্দার আলী সাংবাদিক নাসির হাওলাদার কে বিভিন্ন নাম্বার থেকে হুমকি প্রদান করেন।

এক পর্যায়ে তার প্রবণে রাজি না হওয়াতে ১৫/৪/২৫ তারিখ সেকান্দার আলী ফেসবুক আইডি থেকে সাংবাদিক নাসির হাওলাদারের ফেসবুক আইডিকে কপি করে মান সম্মানকে ক্ষুন্ন করে। বাজে কমান করেন। সেকান্দর আলী এভাবে যদি চলতে থাকে আমরা সাংবাদিকেরা কিভাবে দেশের বিবেককে বাঁচিয়ে রাখবো।
এ বিষয়ে সাংবাদিক নাসির হাওলাদার নগরীর চাঁদগাঁও থানাধীন সরজমিনে হাজির হইয়া একটি জিডি করেন। জিডি নং৯৪৬/
সেকান্দর এর খুঁটির জোর কোথায় জনগণে প্রশ্ন রইল।



