রাজনীতি

ছাত্রদল নেতার দাপটে আড়াল রেলওয়ে কর্মকর্তার দুর্নীতি

মুহাম্মদ জুবাইরঃ তথ্য উপাত্ত থাকার পরেও সংবাদ সংগ্রহে বাঁধা, চার সংবাদ কর্মীকে দেখে নেয়ার হুমকী ।
গত ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর থেকে সারাদেশে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ছাত্রদলের অনেক নেতা কর্মী।

সরকারি বেসরকারি প্রতিটি সেক্টরে তাদের বিচরণ চোখে পড়ার মত। এবার এমনি এক ঘঠনার স্বাক্ষি হল চট্টগ্রাম রেলপাড়া।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ডিআরএম’র দুর্নীতি সব ধরণের তথ্য উপাত্ত সংগ্রহের পর সংবাদকর্মীরা ঐ কর্মকর্তার বক্তব্য নিতে গেলে তার কার্যালয়ের সামনে বাঁধা হয়ে দাঁড়ান ছাত্রদল নেতা শামশুদ্দিন শামসু ওরফে কানা শামসু। এসময় তিনি রেলওয়ে কর্মকর্তা জিল্লুর রহমানের দুর্নীতি আড়াল করতে হুমকি প্রধান করতে থাকে সাংবাদিকদের এক পর্যায়ে তিনি সাংবাদিকদের লাঞ্চিত ও করেন। এর আগে মুঠোফোনে ডি আর এম কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করে সেখানে ছুটে আসেন এই নেতা।

একপর্যায়ে তিনি নিজেকে ছাত্রদলের যুগ্ম আহবায়ক দাবি করে জিল্লুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন ভেতরে প্রবেশে বাঁধা দেয়া এবং সাংবাদিকরা প্রেস ক্লাবের সদস্য কিনা তা জানতে চেয়ে পরিচয় পত্র দেখাতে জোরজবস্তি করে।

এসময় তিনি নিজের মোবাইলে উপস্থিত সংবাদ কর্মীদের ভিডিও ধারণ করে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে ভিডিও করতে থাকে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে।

শামশুদ্দিন শামসু ওরফে কানা শামসুর এই ধরণের আচরণ নিয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্য সচিব তুহিনের যোগাযোগ করলে তিনি শামসুকে নগর ছাত্রদলের সদস্য দাবি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মীরা হুমকি প্রদান কারী ছাত্রদল নেতা শামসুর বিরুদ্ধে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এবং একাধিক সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button