ঢাকা বিভাগ

নরসিংদীতে টেক্সটাইল এলসি ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

মুজিব, ঢাকা থেকে: নরসিংদী জেলার অন্যতম শিল্প এলাকা মাধবদী, চৌলা, শেখেরচর, সাহেপ্রতাব এবং শিবপুর অঞ্চলে টেক্সটাইল খাতে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে মেশিন আমদানির আড়ালে একটি সুপরিকল্পিত রাজস্ব ফাঁকির চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একাধিক প্রভাবশালী শিল্পপতি বিদেশ থেকে পাওয়ার লুম, বয়লার, টেক্সটাইল মেশিনারিজ সহ বিভিন্ন ধরনের শিল্প সরঞ্জাম আমদানি করেছেন, দাবি করে যে এসব যন্ত্রপাতি তাদের নিজস্ব কারখানা ব্যবহার করা হবে। কিন্তু বাস্তবে এসব মেশিন খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন অন্যান্য কারখানার মালিকদের কাছে। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

ব্যবসায়ীদের একটি অংশ, যাদের ‘এলসি ব্যবসায়ী’ বলে চিহ্নিত করা হচ্ছে, তারা মূলত কারখানা ব্যবহারের ছদ্মবেশে আমদানিকৃত মালামাল চোরাইপথে বিক্রি করে দিয়ে অস্বচ্ছলতা থেকে অস্বাভাবিক আয়ের পথে হেঁটেছেন। একাধিক মিডিয়া রিপোর্ট এবং সূত্রমতে, অন্তত এক ডজন ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তদন্ত শুরু করেছে এবং কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা প্রক্রিয়াধীন রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব কর্মকাণ্ড কেবল কর ফাঁকিই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধেও একটি বড় ধরনের হুমকি।

এনবিআর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে,

এলসির অপব্যবহার করে যে-সব ব্যবসায়ী অবৈধভাবে মেশিন বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়েছে,, নরসিংদী জেলা ও থানার লোকাল পেপারে প্রকাশ হয়ে একাধিকবার অনুসন্ধানী পত্রিকায় এর হাতে রয়েছে এমন একাধিক এলসি জালিয়াতির তথ্যপ্রমাণ, যা খুব শিগগিরই ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। রাজস্ব ফাঁকির মাধ্যমে যারা দেশবিরোধী অর্থনৈতিক অপরাধে জড়িত, তাদের মুখোশ উন্মোচনই আমাদের মূল লক্ষ্য।

জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে:

এই চক্রকে দ্রুত আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এলসির নামে রাজস্ব ফাঁকি রোধে কঠোর নজরদারি প্রতিষ্ঠা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button