অব্যাবস্থাপনাআইন ও বিচার
১০০টি মাস্কের বক্সের মূল্য ১২০ টাকা, অথচ পাল কসমেটিকসে ২২০ টাকা

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের ইদ্রিস সুপার মার্কেটের পাল কসমেটিকসের মালিক শংকর পাল গতকাল ৭ জুলাই (রবিবার) মাস্কের ১০০টির ১ বক্স মাস্ক বিক্রি করেছে ২২০ টাকায়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ।
সম্প্রতি নতুন করে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ধরা পড়ার পর আবার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে। সুযোগ বুঝে আবারও ভোক্তাদের পকেট কাটার ফন্দি করছে ব্যবসায়ী সিন্ডিকেট।



