চাঁদপুরের ফরিদগঞ্জে কিস্তির জ্বালা সইতে না পেরে ফাঁসিতে ঝুলে ২ সন্তানের জননীর আত্মহত্যা

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে কিস্তির জ্বালা সইতে না পেরে ফাঁসিতে ঝুলে নাজমা নামে এক মহিলা আত্মহত্যা করেছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ৯ টায় উপজেলার ১৫ নং রুপসা (উঃ) ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড দঃ বদরপুর গ্রামের ধনগাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নাজমা(৩০) অটোচালক জাকিরের স্ত্রী। সে দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমার স্বামী জাকির হোসেন একজন অটোচালক নিম্ন আয়ের মানুষ। পরিবার চালাতে খুবই হিমশিম খায়। এজন্য এনজিও হতে কিস্তি নিয়ে কোনোরকম অটো চালিয়ে দিন আনে দিন খায়। স্বল্প আয়ের হওয়ায় কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে পারে না। ফলে জাকিরের স্ত্রী নাজমা কিস্তি নিয়ে টেনশান হতাশায় ভোগে। এ নিয়ে টুকিটাকি পারিবারিক কলহ দেখা দেয়। কিস্তির ঝামেলা সইতে না পেরে গলায় ফাঁস দেয়। আজ সকালে স্বামী জাকির হোসেন বসতঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে দেখে ভেতরে ঘরের ধর্ণার (আড়ার) সাথে নাজমা আক্তার গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওইসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ও এলাকাবাসী ছুটে আসেন।
এলাকাবাসী জানায়, এসব এনজিওর ফাঁদে পড়ে একটি তরতাজা প্রাণ চলে গেল। নাজমার অভাবের সংসার। পরিবার চালাতে কিস্তি নিয়ে স্বামীকে অটো রিকশা কিনে দেয়। কিন্তু প্রায় সময় এনজিও কর্মীরা এসে কিস্তির টাকার জন্য চাপ দিতো। টাকা দিতে না পেরে এক ধরনের মানসিক চাপে পড়ে। তাই সে বাধ্য হয়ে গলায় ফাঁস দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে৷
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহআলম পিপিএম জানান, আমি ঘটনা জানতে পেরেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।



