ভ্রাম্যমান আদালতে আলফাডাঙ্গায় এক ডেন্টাল ডাক্তারের ১বছরের কারাদন্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন নামে এক ডেন্টিসকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়েছে।
সোমবার (৭জুলাই) দুপুরে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থানার সামনে নাসির ডেন্টাল কেয়ার নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মানসম্মত পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিক মোঃ নাছির উদ্দীন কে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। তিনি জানান, বৈধ কাগজপত্র না থাকায়
মেডিকেল এবং ডেন্টালকাউন্সিল আইন ২০১০এর ২২ধারায় তাকে উক্ত জেল জরিমানা করা হয়েছে।



