
আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ সম্প্রতি নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিকদল আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর একটি পক্ষ ২০২৪ সালের একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিকদল।
সোমববার (১৪জুলাই) বিকালে কলেজ রোডে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আলফাডাঙ্গা উপজেলা শ্রমিকদলের সভাপতি এস এম মাহামুদুল আহসান ইয়াদ । তিনি বলেন, গত ১লা মে ২৫ বর্তমান দ্বায়িত্ব প্রাপ্ত শ্রমিকদলের জেলা কমিটির উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু ঐদিন রাতে একটি কুচক্রী মহল ২৪ সালের একটি ভূয়া কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যার কনো ভিত্তি নেই। একটা কম্পিউটার কপিতে জেলা কমিটির সভাপতির সিল মেরে স্বাক্ষর বিহীন তালিকা দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর শ্রমিকদলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ইব্রাহিম মোল্যা, শাহি



