বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ফেন্সিডিল ডিলার সহিদুল গ্রেফতার

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রায়পুর গ্রামের মো. সহিদুল বিশ্বাস (২৯), পিতা:মৃত্য মো.আব্দুল হক বিশ্বাস মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়েছে তার কাছ থেকে ৭টি ফেন্সিডিল জব্দ করেছে যৌথ বাহিনী।
স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত ভোর ২ টায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সহিদুল বিশ্বাসকে হাতেনাতে আটক করা হয়। মো.সহিদুল বিশ্বাস দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত।
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় এস আই মো.শিমুল মোল্যা বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেন,মামলা নাম্বার -২৭।
বোয়ালমারী অফিসার ইনচার্জ মো.মাহমুদূল হাসানকে জিজ্ঞাস করলে তিনি বলেন, মাদক, সন্ত্রাসীকর্মকাণ্ড চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হবে। আপনারা আমাকে তথ্য দিয়ে, সহযোগিতা করবেন এ অভিযান চলমান থাকবে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।



