ধামরাইয়ে মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো প্রতিবাদকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো প্রতিবাদকারীকে মাদক দিয়ে গ্ৰেফতার করেছে পুলিশ ।
সোমবার দুপুর ১২ টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা কবর স্থানের পাশে খোকা নামে এক মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির সময় স্থানীয় যুবক তোতা মিয়ার ছেলে রিপন হোসেন সহ কয়েকজন মিলে ইয়াবা সহ খোকা মিয়াকে আটক করে । আটকের খবর পেয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোশাররফ মেম্বার মাদক ব্যাবসায়ী পক্ষ নিয়ে মাদক বিক্রেতা খোকা মিয়াকে জোর পূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে ছাড়িয়ে নেয় । পরে ঐ মাদক বিক্রেতা সিন্ডিকেট চক্র পুলিশ কে ম্যানেজ করে মাদক বিক্রির প্রতিবাদকারী রিপন হোসেন ( ৪০ ) কে সড়যন্ত্র করে ধামরাই থানার পুলিশের উপ-পরিদশক এস আই ফারুক হোসেন কে দিয়ে নাটকীয় ভাবে ইয়াবা দিয়ে গ্ৰেফতার দেখায় । এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান , খোকা মিয়া বালিথা এলাকার চিন্হিত মাদক ব্যাবসায়ী তার মাদক বিক্রিতে বাধা দেয়ায় উল্টো রিপন হোসেনকে কে পুলিশ ধরে নিয়ে যায় । থানা পুলিশের নৈরাজ্যের কারনে নিরিহ মানুষ গুলো হচ্ছে হয়রানির শিকার ।
এব্যাপারে ধামরাই থানা পুলিশের উপ-পরিদশক এস আই ফারুক হোসেন এ প্রতিবেদককে বলেন , রিপনকে ইয়াবা সহ আটক করি মাদক বিক্রির প্রতিবাদকারীকে আটকের ব্যাপারে প্রশ্ন করলে তিনি কথা গুলো এড়িয়ে যান ।



