অপরাধএক্সক্লুসিভসিলেট

সরকার দেওয়া নাম ভঙ্গ করে নিজেদের মনগড়া নাম প্রকাশ করে সাইনবোর্ড ব্যবহার হচ্ছে সিলেট

মঈন উদ্দিন  (সিলেট): সিলেট সদর খাদিম নগর সিলেট সিটি কর্পোরেশন ৩৪ নং ওয়ার্ড এলাকা দিন শাহ পরান থানা অন্তর্ভুক্ত বহর মৌজা জে এল নং ৭০ এর অধীনে প্রকাশিত সরকারী খাস জমি ২০০১, দাগ সহ পাহাড় বন টিলা পতিত সাইল রকম ভৃমি বন্দোবস্ত লিজ দেওয়া হয় শুধুমাত্র উছমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছ গ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় নাম প্রকাশ করা হয় হজরত শাহ পরান উছমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছ গ্রাম, বরাদ্দ দেওয়া প্লট ৪,৬, সতক করে বাকি সব খাস খতিয়ানে রয়েছে পতিত রকম ভৃমি বন্দোবস্ত লিজ দেওয়া দলিলের মাধ্য স্বাক্ষর রয়েছে।

বেচা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং পাহাড় টিলা ড্রেসিং করতে হলে অবশ্যই পরিবেশের ছাড়পত্র এনে করতে হবে কাঁসা ঘর তৈরি করতে হলে অবশ্যই জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুমতি এনে করতে হবে স্তরে স্তরে রাজত্ব খাজনা আদায় করতে হবে নিজের নামে নামজারি করতে হবে না হলে আবার চলে যাবে খাস খতিয়ানে কিন্তু পাবলিক প্রভাবশালী বিভিন্ন স্থান থেকে আশা ব্যক্তিরা বিভিন্ন দলের নেতারা শিক্ষিত সচেতন মহলের প্রভাবশালী ‌  বেকতিরা এসে স্ট্যাম্পে খরিদ করে নিজেদের ফায়দা হাসিল করছে এবং জাল মাট পরচা জাল নামজারি পরচা রেজেসটার দলিলের মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অবিরাম মুক্তিযোদ্ধা নামে প্লট বরাদ্দ দেওয়া বাকি খাস জমি পাহাড় টিলা সাইল রকম ভৃমি ইস্টাম মাধ্যমে বিক্রি হচ্ছে অনুমোদন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button