বোয়ালমারী যৌথ বাহিনীর অভিযানে ০৬ জন গ্রেফতার

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বোয়ালমারী উপজেলার কয়ড়া গ্রামে মেহগনি বাগান থেকে যৌথবাহিনীর অভিজানে ০৬ জনকে গ্রেপ্তার করা হয় । মোঃ কামরুল শেখ (৪৯),পিতা- হায়দার শেখ,সৈয়দ আলী,(৪৫),পিতা-সালাম মোল্লা,সাইফুল খান(৩৮),পিতা-মৃত. মেতামসের খান,তাপস কুমার সরকার(৬৮),পিতা-মৃত. কালীপদ সরকার,জাহিদ শেখ(৩২),পিতা- মৃত.শুকুর শেখ,আয়নাল মোল্লা(৫১),পিতা-মৃত.ফেলু মোল্লা। মাদকও জোয়া কারবারিরা বর্তমানে বোয়ালমারী থানা হেফাজতে রয়েছে।
২৩-০৭-২০২৫ইং তারিখ ৪:০০ ঘটিকায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়েকটি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ০১ কেজি গাঁজা,১৫০ পিস ইয়াবা,৩৯ হাজার টাকা ও ০৮ টি মোবাইল ফোনসহ ০৬ জন মাদক ব্যবসায়ী ও জোয়াড়িকে আটক করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই বিকাল ৪:০০টায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে বোয়ালমারীতে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক,নগদটাকা মোবাইল সহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এলাকায় মাদকের একটি বড় চক্র ও জোয়াড়ুদের সাথে জড়িত আছে বলে শিকার করেন।
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক,টাকা,মোবাইল বোয়ালমারী থানার পুলিশ এস আই শরীফ মো.আব্দুর রশিদ জব্দ তালিকা মুলে জব্দ করেন
বোয়ালমারী অফিসার ইনচার্জ মো.মাহমুদূল হাসানকে জিজ্ঞাস করলে তিনি বলেন, মাদক, সন্ত্রাসীকর্মকাণ্ড চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হবে। আপনারা আমাকে তথ্য দিয়ে, সহযোগিতা করবেন এ অভিযান চলমান থাকবে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।



