সিলেট সরকার দেওয়া নাম ভেংগে বহর আবাসিক আল বারাকা গ্রীন সিটি তৈরি করে নিজেদের ফায়দা হাসিল করছে

সিলেট জেলা প্রতিনিধি: সিলেট সদর খাদিম নগর সিলেট সিটি কর্পোরেশন ৩৩, ৩৪, ৩৫, ৩৬ নং ওয়ার্ড এলাকা দিন শাহ পরান থানা আওতাভুক্ত বহর মৌজা জে এল নং ৭০ এর অন্তর্ভুক্ত সরকারী খাস জমি ১৪২,২০০১, দাগ সহ খাদিম নগর মৌজা জে এল নং ৭১ এর অন্তর্ভুক্ত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া।
চা বাগানের জায়গা দেব পুর মৌজা জে এল নং ৯৬, ৮১ এর অধীনে প্রকাশিত খাদিম চা বাগানের জায়গা রয়েছে পাহাড় বন টিলা চা বাগান লয়েক পতিত জঙ্গল সাইল চারা ছড়া নালা খাল গোপাট পুকুর সহ পতিত সাইল রকম ভৃমি, বন্দোবস্ত লিজ দেওয়া নাম প্রকাশ বহর কলনীর কিছু ভারত থেকে বিতাড়িত আশা মুয়াজ্জিরদের কে মাত্র ৮ একর ৪, ভুমি বরাদ্দ দেওয়া হয় ১৪২, নং দাগের মধ্যে ৪,৬, সতক করে বাকি সব খাস খতিয়ানে রয়েছে পতিত এবং অনুমোদন।
ছাড়া সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল লুট পাট চলছে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা চা বাগান লয়েক পতিত জঙ্গল সাইল চারা ছড়া নালা খাল গোপাট পুকুর সহ পতিত সাইল রকম ভৃমি উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া জমির ওপর গড়ে ওঠেছে আবাসিক এলাকা নামকরণ করে ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে অবিরাম এতে বহর কলনীর পরিবর্তন করে বহর আবাসিক এলাকা।
আল বারাকা গ্রীন সিটি নাম প্রকাশ করে সাইনবোর্ড লাগিয়ে অনুমোদন ছাড়া সরকারী খাস জমি জবর দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি করছে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া পাহাড় বন টিলার উপর নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে অবিরাম এতে জড়িত রয়েছে প্রভাবশালী চক্র বিভিন্ন দলের নেতারা বিভিন্ন স্থানের মানুষ এসে দলবদ্ধ হয়ে বাট বরটন করে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দলিল রেজিস্টার সুলেনামা জাল দলিল ইস্টাম মাধ্যমে বিক্রি করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে মামলা চলাকালীন সময়ে নিজেদের নামে পরিচিত।
আবাসিক এলাকা বানিয়ে দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অনুমোদন ছাড়া এতে জড়িত রয়েছে সাবেক আওয়ামীলীগ নেতারা এখন বিএনপির নামকরণ ব্যবহার করে বিএনপির নেতারা সহ উপজাতি কুলি বস্তি এলাকার বাসিন্দারা জরিত রয়েছে এবং মৃত মোজাহিদ উদ্দিন চৌধুরী উনার ভাই মৌলানা জাহিদ উদ্দীন চৌধুরী সহ আমিনুর রহমান সুজন মিয়া আলাল মিয়া কুদ্দুস মিয়া সেবুল মিয়া আইয়ুব আলী মহরীল উচমান আলী মহরীল ইউনুছ আলী হাতিম আলী গাজী, সহ বর্তমান আত্মগোপনে রয়েছে আওয়ামীলীগ নেতা নিহত মোঃ মখলিছুর রহমান সুরমা গেইট বাগান বাড়ির বাসিন্দা।
আব্দুল কালাম আজাদ পাটোয়ারী সাবেক বাড়ী নোয়াখালী ফেনী বর্তমান বহর কলনীর বাসিন্দা ও আক্কাস আলী, কামরুল ইসলাম নজরুল ইসলাম মানিক মিয়া হুমায়ূন আহমেদ সুজন মিয়া আমিনুর রহমান আলাল মিয়া কুদ্দুস মিয়া মইনুদ্দিন এবং আরাফাত রহমান তারেক, আনোয়ার হোসেন,কয়েছ মিয়া করিম হাজারী আনিছুর রহমান হাফিজ ইসহাক চৌধুরী সহ রাসনা মামুন চৌধুরী দখলীয় খরিদা , বাবলা সহ আরো অনেক জরিত রয়েছে এরা সবাই মিলে একথা বদ্ধ হয়ে বাট বরটন করে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অনুমোদন।
ছাড়া সরকারী খাস জমির ওপর ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে অবিরাম এতে সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও তফসিল পরিবেশ মহোদয় মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে থামছে না এ দখল বানিজ্য সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এদের মধ্যে দিনের পর দিন সরকারের অধীনে সরকারের হাজার কোটি টাকার খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল লুট পাট চলছে চলিতেছে।
অবিরাম এতে বাংলাদেশ সেনাবাহিনী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি যে এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ রইলো দুর্নীতি মুক্ত দেশ আমাদের স্বপ্ন এগিয়ে নিন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন।



