অব্যাবস্থাপনাএক্সক্লুসিভদেশ

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে আটক

মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ): ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বন বিভাগের বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে গাছসহ ৫ জনকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মণ, শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), একই এলাকার শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ (২৮) ও শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ (৩২), ছিলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫), এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬০ থেকে আনুমানিক ১.৫ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পশ্চিম পাড় ফরেস্ট বাগান থেকে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ জনকে আটক করেন। এ সময় আকাশমণি ৬২.৯৫ সিএফটি গাছ, একটি ট্রাক্টর গাড়ি (সর্বমোট সিজার মূল্য ২০,৫১,৪৭০ টাকা) জব্দ করা হয়।

আটককৃত আসামি ও গাড়ি ধামইরহাট থানায় এবং গাছগুলো ধামইরহাট বন বিট অফিসে সোপর্দ কারার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবির পক্ষে থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button