চট্টগ্রাম বিভাগরাজনীতি

মুরাদনগরে রাজনৈতিক বিদ্বেষের শিকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মুরাদনগরের সাম্প্রতিক ট্রিপল মার্ডার ও থানায় হামলা মামলায় নিজের নাম জড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি দাবি করেছেন, এসব ঘটনায় তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। বরং একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

আসিফ মাহমুদ জানান, “গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকাতেই যাইনি। অথচ মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় কায়কোবাদ পরিবারের একজন সদস্য শাহ্ জুন্নুন বুশরী সরাসরি জড়িত থাকার পরও উল্টো আমাকে জড়ানো হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় হত্যার ঘটনায় তার উল্লাস করাও আর্কাইভে স্পষ্ট। তিনি অভিযোগ করেন, ঘটনার প্রথমদিকে ভিক্টিমদের কোনও সাক্ষাৎকারেই তার নাম ছিল না। একমাস পর কায়কোবাদপন্থীরা কনভিন্স করে ভিক্টিমদের দিয়ে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, “কোর্টের জটিলতা ও সরকারি সিদ্ধান্তের কারণে মেয়র হতে না পারায় ইশরাক হোসেন কায়কোবাদ সাহেবের সঙ্গে হাত মিলিয়ে মিডিয়া প্রোপাগান্ডায় নেমেছেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের ভিক্টিম হিসেবে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে। এটা কতটা ‘সেলুকাস’ পরিস্থিতি তা সবারই জানা।”

নিজেকে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “না আছে আমার এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে ফাইনানশিয়াল শক্তি। তবুও দীর্ঘদিন ধরে আমি মুরাদনগরের সাধারণ মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে চেয়েছি। এমপি হবার লোভ নেই, শুধু মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেটাও সম্ভব নয়। তিনি আক্ষেপ করে বলেন, “মিডিয়া দখলে থাকলে যে যা খুশি প্রচার করতে পারে। থানায় হামলা, হত্যা, ভাংচুরে অভিযুক্তরা এখন ভিক্টিম, আর আসিফ মাহমুদ হয়ে উঠেছে ভিলেন। এই মাফিয়া-সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button