অন্যান্যব্যাংক ও বীমা

ইসলামীব্যাংকখুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিকব্যবসায়উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এম এ মান্নান ঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এরখুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিকব্যবসায়উন্নয়ন সম্মেলনসম্প্রতিব্যাংকের খুলনা জোনাল অফিসেরকনফারেন্সহলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন সম্মেলনেপ্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ। যশোর জোনপ্রধান মোঃ শফিউলআজমেরসভাপতিত্বে এতে ধন্যবাদ জ্ঞাপনকরেনখুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুলবারীইমামী। সম্মেলনে জোনদ্বয়েরঅধীনশাখাসমূহেরপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button