অব্যাবস্থাপনাচট্টগ্রাম বিভাগ

বুড়িচং বাজারের ব্যবসায়ীদের দখলে ফুটপাত; কর্দমাক্ত রাস্তা দিয়ে পথচারীদের চলা চল

মারুফ হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং মধ্য বাজারের ফুটপাত দখল এখন ফল ব্যবসায়ীদের। পথচারীদের হাঁটতে সমস্যা সৃষ্টি এবং যানজট সৃষ্টি করছে একটি ব্যবসায়ী মহল। সরজমিনে গিয়ে দেখা যায় বুড়িচং দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত পুরো ফুটপাত ব্যবসায়ীদের দখলে। দোকানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও দোকানের ভেতরে না রেখে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে তারা। 

অন্যদিকে বৃষ্টির দিনে পুরো রাস্তায় কর্দমাক্ত হয়ে থাকে। এতে করে সাধারণ পথচারীর চলাচলে প্রচুর ব্যাঘাত ঘটে। ফুটপাত দখলে থাকায় পথচারীরা মধ্য রাস্তা দিয়ে চলাচল করতে হয় তাতে করে আরো জ্যাম সৃষ্টি হয়। 

বিভিন্ন ফলের দোকানগুলো দিকে তাকালে সাধারণত দেখা যায় স্হায়ী দোকানদারেরা তাদের দোকানের ভেতরে না রেখেই পুরো মালামাল দোকানের বাইরে ফুটপাতে রাখে। নিজেদের ব্যবসা চাঙ্গা করার জন্য পথচারীদের বড় ধরনের এক সমস্যা সৃষ্টি করে সাধারণভাবে দেখা গিয়েছে পথচারীরা দোকানদারকে এই বিষয়ে কোন কথা বলতে গেলে পথচারীদের সাথে মারাত্মকভাবে খারাপ আচরণ করে। তাই পথচারীরা কর্দমাক্ত রাস্তায় দিয়ে বাধ্য হয়ে চলাচল করে।

এ নিয়ে ফুটপাতে থাকা ব্যবসায়দের সাথে কথা বললে তোয়াক্কা না করে বলে আমাদের দোকানের সামনে আমরা ব্যবসা করব না কে করবে। আমরা তো দোকান ভাড়া দেই দোকানের সামনের জায়গাও আমাদের। পথচারীরা কোন দিক দিয়ে হাঁটবে এটা আমাদের বিষয় নয়। এই বিষয় নিয়ে পথচারীরা বলে আমরা অনেকবার তাদের সাথে কথা বলে অপমানিত হয়েছি। প্রশাসন দৃষ্টি দিলে ফুটপাত দখল মুক্ত হবে। তাছাড়া বিভিন্ন ফলের দোকানগুলো তাদের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ প্রধান সড়কে ফেলে আরো নোংরা কর্দমাক্ত করে। 

তাছাড়া দেখা যায় অবৈধভাবে দখল করে সিএনজি স্ট্যান্ড অটো রিস্কা স্ট্যান্ড বানিয়ে প্রচুর জ্যাম সৃষ্টি করছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার এর কারণে সাধারণ যাত্রী বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা, মহিলারা তাদের গা ঘেঁসে চলতে হয়। তারপরও তারা ফুটপাতে দাঁড়িয়ে থাকি। ইচ্ছে করে অটো ড্রাইভার রিস্কা ড্রাইভার সিএনজি ড্রাইভার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অনেক সময় যাত্রীদের সাথে খারাপ আচরণ করে।

এই নিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন বলেন আমরা ইনশাল্লাহ খুব দ্রুত একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ফুটপাত উচ্ছেদ করতে প্রশাসনের সহযোগিতা অবশ্যই কামনা করি। 

বুড়িচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নব ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেবো। সাধারণ জনগণ পথচারীর কোনরকম সমস্যা ফেইস  করবে এটা আমরা চাই না। খুব দ্রুত ফুটপাত দখল মুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button