অন্যান্যঅব্যাবস্থাপনা

শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

শরীয়তপুর প্রতিনিধি:

আন্তজেলা রুট পারমিট ও আরটিসির অনুমোদন ব্যতিত বাস জেলার বিভিন্ন উপজেলায় চলাচল বন্ধ ও সিএনজির রেজিষ্ট্রেশন পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে জেলা সার্কিট হাউজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক আলী আহমেদ প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকগন। এসময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন ৭দিনের মধ্যে দাবি না মানা হলে পরবর্তীতে কঠিন কর্মসূচী দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button