কৃষিবার্তাপরিবেশপ্রশাসনরাজশাহী
নলডাঙ্গায় চারশত চারাগাছ রোপণ

ইউসুফ হোসেন, ( নাটোর জেলা ) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ও পিপরুল ইউনিয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চারশত ফজল, ফুল এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই -২০২৫ ) দুপুরে এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, প্রতিষ্ঠান ও গ্রামে চারাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, নলডাঙ্গা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তফা সারোয়ার শাহীন, নলডাঙ্গা উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসিবুল হাসান সুজন প্রমূখ।



