আইন ও বিচারচট্টগ্রাম বিভাগ

নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান গ্রেপ্তার 

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের জাকির হোসেনের ছেলে বাকশীমুল ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাকশীমুল গ্রামের তার বাসা থেকে বুড়িচং থানার পুলিশ তাকে গ্রেফতার করে। 

কিছুদিন পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক পিয়াসের নেতৃত্বে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিমসার বাজারে নিষিদ্ধ সংগঠন নিয়ে জনগণের জান মাল ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে একটি মিছিল বের করে। ওই মিছিলে সরাসরি নেতৃত্ব দেয় অমিত হাসান। শুধু তাই নয় গত জুলাই অভ্যুত্থানে ছাত্রদের উপর সরাসরি হামলা করে । এই নিয়ে কুমিল্লা কোর্টে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। 

উল্লেখ্য যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর ভাগিনা অমিত হাসান। মামার ক্ষমতা খাটিয়ে চাকরি নিয়েছে বাকশীমুল  মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষকদের মতে কাম কম্পিউটার হিসেবে যোগদান করলেও কম্পিউটারের কোন জ্ঞান নেই তার মধ্যে। মাদ্রাসায় এসে উপস্থিত না থেকেও দীর্ঘদিন বেতন নিয়েছে।আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মাদ্রাসায় উপস্থিত থাকলেও কম্পিউটার না জানায় কোন কাজই করতে পারেনি। হতাশ প্রকাশ করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ।  

গত বৃহস্পতিবার ৩১ জুলাই আওয়ামী লীগ ছাত্রলীগ পুনর্বাসনের লক্ষ্যে এবং পলাতক জুলাই অভ্যুত্থানের একাধিক মামলা আসামি সাজ্জাদ হোসেন এর জন্য বাকশীমুল গ্রামে দোয়া মিলাদের আয়োজন করে অমিত হাসান। এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এতে করে স্থানীয়দের মনে আবারো ভয় জেগে উঠে। তার আচরণে গ্রামের লোকজন ভয়ে দিন কাটাচ্ছিল। যার কারনে পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলার আসামি অমিত হাসানকে রাতে তার বাসা থেকে গ্রেফতার করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন দেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক বাকশীমুল ইউনিয়নের অমিত হাসান অরাজকতা তৈরি করার জন্য কিছুদিন পূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াশার নেতৃত্বে মহাসড়কে অবৈধভাবে মানুষের জানমাল ক্ষতি করার লক্ষ্যে মিছিল করে। এই নিয়ে মামলা হলে অমিত হাসানকে গ্রেফতার করা হয়। এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button