Uncategorizedঅপরাধআইন ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামজাতীয়প্রশাসনবাংলাদেশ

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের সেকেন্ড ইন কমান্ড কাজী এমরান আটক

মোহাম্মদ জুবাইর:

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের একান্ত সহযোগী বহু মামলার পলাতক আসামি কাজী এমরান রাউজান থেকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগের সরকার পতনের পর গত শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে চট্টগ্রামের রাউজান গহিরা চৌমুহনীস্থ কমিশনার কার্যালয় সম্মুখে প্রকাশ্যে ঘুরাঘুরি অবস্থায় দেখতে পেয়ে নির্যাতিত জনতা রাউজান থানা পুলিশের কাছে সংবাদ দিলে রাউজান থানা পুলিশ কাজী এমরান আটক করে।

আটককৃত কাজী এমরান রাউজানের বহুল আলোচিত সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের সেকেন্ড ইন কমান্ড, তাদের অপকর্মের মূল হোতা ও নির্যাতনকারী। তিনি রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৌলভী বাড়ির মৃত কাজী আব্দুল আলীর ছেলে ও বহু মামলার আসামি ও সাবেক কমিশনার কাজী ইকবালের ছোটভাই ।

সূত্র বলছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্নগোপনে চলে যাওয়া কাজী এমরান দেশে আবারো নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার নিতে নিজ এলাকায় কয়েকদিন ধরে প্রকাশ্যে ঘুরা ঘুরি শুরু করে।

সূত্র আরো বলছে, স্বৈরাচার সরকারের আমলে রাউজানের খুনি এমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলাসহ অর্ধশতাধিক মামলার আসামি ফজলে করিম জুনু ও তার কুখ্যাত সন্তান ফারাজ করিমের একান্ত সহযোগী গহিরার কাজী ইকবালের মাধ্যমে যত অপকর্ম জুলুম-নির্যাতন সম্পাদিত হয়েছে তার বেশীরভাগই আটককৃত কাজী এমরান সরাসরি জড়িত ।

উল্লেখ্য, ফজলে করিম জুনুর সহযোগী কাজী ইকবালের গহিরাস্থ আয়না ঘরে ধরে নিয়ে নিষ্ঠুর জুলুম নির্যাতন, গুপ্ত হত্যা, লুটপাট, নারী ধর্ষণসহ যত অপকর্ম ও নাশকতা চলত সবকিছুর মাস্টার মাইন্ড ছিল সাবেক কমিশনার কাজী ইকবালের ছোট ভাই কাজী এমরান।

কাজী এমরানকে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হলে রাউজানে বর্তমানে চলমান বিভিন্ন প্রকাশ্য ও গুপ্ত হত্যার নেপথ্যের রহস্য ও ফজলে করিম জুনুর অবৈধ অস্ত্র ভান্ডারের সন্ধান পাওয়া যাবে বলে দাবী এলাকাবাসীর ।

এলাকাবাসী আরো দাবী , রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনু ও ফারাজ করিমের একান্ত সহযোগী বহু মামলার পলাতক আসামি কাজী এমরানকে আটক করায় তাদের মাঝে ফিরেছে স্বস্তি। কাজী এমরানের মত অন্যান্য পলাতক আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করা হলে রাউজানে চলমান হত্যা ও নাশকতা হতে মুক্তি পাবে রাউজানবাসি। এ ব্যাপারে প্রশাসনের কাছে এবং প্রধান উপদেষ্টার শুভ দৃষ্টি কামনা করছে রাউজানের নির্যাতিত জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button