Uncategorizedঅপরাধআইন ও বিচারএক্সক্লুসিভঢাকাঢাকা বিভাগদুর্নীতিপ্রশাসনবাংলাদেশ

র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মিন্টু হালদার (৪২) ২। মোঃ নাজমুল হাসান ৩। নির্মল হালদার (৩৭) ৪। সালাউদ্দিন (৩৫) ৫। মোঃ দেলোয়ার হোসেন সিকদার (৫৫) ৬। সৈয়দ শামীম হোসেন (৪৫) ৭। পবিত্র পাল (৩৮) ও ৮। বলরাম চন্দ্র পাল (৩৭) ।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় রঞ্জন চন্দ্র সিংহ নামক জনৈক ব্যক্তি পায়ে হেঁটে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছলে ৩-৪ জন অজ্ঞাতনামা লোক র‍্যাবের পোশাক পরিহিত অবস্থায় তাকে জোরপূর্বক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলতে চেষ্টা করে। এ সময় তিনি তাদের হাত থেকে বাঁচতে নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখন র‍্যাবের পোশাক পরিহিত লোকজন ধাক্কা দিয়ে তার ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ব্যাগে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ছিল। পরবর্তীতে এ ঘটনায় রঞ্জন চন্দ্র সিংহের অভিযোগের প্রেক্ষিতে ৩১ জুলাই ২০২৫ তারিখ শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে শাগবাগ থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি র‍্যাব ইউনিফর্ম (শার্ট), একটি র‍্যাব ইউনিফর্ম (প্যান্ট), দুইটি র‍্যাবের হ্যাঙ্গিং ব্যাজ, চারটি র‍্যাবের সোল্ডার ব্যাজ, ছয়টি র‍্যাবের র‍্যাঙ্ক ব্যাজ, একটি র‍্যাবের লেনিয়ার্ড, একটি র‍্যাবের টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি র‍্যাব লেখা ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুইটি খেলনা পিস্তল, দুইটি হ্যান্ডকাফ, দুইটি সিগন্যাল লাইট, একটি হিরো স্কুটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাজধানীর তাতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণ ব্যবসায়ীদের অনুসরণ করে তাদের জন্য সুবিধাজনক স্থানে পথরোধ করে র‍্যাব ও ডিবির পরিচয় দিয়ে ডাকাতি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button