চট্টগ্রাম বিভাগরাজনীতি

স্বেচ্ছাসেবক সংগঠনের ডিজিটাল মানবিক সেবা  

অপরাধ বিচিত্রা ডেক্স :

মানবিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ দিতে কুমিল্লার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রংতুলি” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপস। ২০১৮ সালে একদল উদ্যমী তরুণ-তরুণীর হাত ধরে যাত্রা শুরু করা এ সংগঠন ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার ১ আগষ্ট ইং সকাল ১০টায় কুমিল্লার সৈয়দপুর সংলগ্ন ডুবাইরচরে অবস্থিত হোটেল নূর মহলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাপসটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি  একুশে বাংলা পত্রিকার সম্পাদক  মোহাম্মদ সাখাওয়াত হাফিজ।

অতিথি ছিলেন মায়ামি রিসোর্টের জেনারেল ম্যানেজার, আতিকুর রহমান এবং শিক্ষা অনুরাগী  ফয়েজ মুন্সি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ইউনুস। রংতুলি অ্যাপসের মাধ্যমে একজন সাধারণ ব্যবহারকারী সহজেই পাবেন প্রায় ৬০টিরও বেশি জরুরি ও প্রয়োজনীয় সেবা। উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে:

▫️রক্তদানের অনুরোধ এবং রক্তদাতার তালিকা। ▫️ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা। ▫️বিদ্যালয়ের ঠিকানা ও জরুরি তথ্য। ▫️কুমিল্লার দর্শনীয় স্থানসমূহের তালিকা। ▫️বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনবৃত্তান্ত। ▫️অভিজ্ঞ ডাক্তারদের তালিকা ও যোগাযোগ এবং আরও নানাবিধ দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রংতুলির এই সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের প্রশংসা করেন।

তারা বলেন, “এই অ্যাপস কুমিল্লাবাসীর জন্য একটি বড় উপকার বয়ে আনবে। এক ক্লিকে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে—এটাই ডিজিটাল মানবিকতার বাস্তব রূপ।” সংগঠনটির সদস্যরা জানান, অ্যাপসটি কেবল সেবা দেওয়ার প্ল্যাটফর্ম নয়, বরং একটি সহানুভূতির বন্ধন যেখানে মানুষের পাশে দাঁড়ানোই মুখ্য উদ্দেশ্য। রংতুলির এই ডিজিটাল পদক্ষেপ কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রমে একটি নতুন যুগের সূচনা করল, এমনটাই মনে করছেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button