Uncategorizedইসলাম ধর্ম

আত্মশুদ্ধির পথ ও মুর্শিদের সোহবতের অপরিহার্যতা(কুরআন, হাদীস ও আউলিয়াগণের বাণীর আলোকে)

১. কুরআনে বলা হয়েছে: “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”
সূরা তাওবা, আয়াত ১১৯

২. রাসূল (সা.) আত্মশুদ্ধির জন্য সোহবতকেই মাধ্যম বানিয়েছেন।
“তিনি (আল্লাহ) একজন রাসূল পাঠিয়েছেন… যিনি তাঁদের কিতাব শিক্ষা দেন, আত্মশুদ্ধি করেন।”
সূরা জুমু’আ, আয়াত ২

৩. ইমাম গাযালী (রহ.) বলেছেন, আত্মশুদ্ধির পথে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো — একজন আল্লাহওয়ালা মুর্শিদের সোহবত গ্রহণ করা।
ইহয়াউ উলুমিদ্দীন, খণ্ড ৩, ‘রিয়াযতুন নফস’ অধ্যায়

৪. মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) বলেছেন, হাজার কিতাব পড়ে যা সম্ভব নয়, তা একটি সৎ সোহবতেই সম্ভব।
তালীমুদ্দীন, রুহানি মাজলিস, ২য় খণ্ড

৫. যদি মুর্শিদের সোহবত না থাকে, মানুষ নিজের ভুলকেই ঠিক মনে করে, আত্মা শুকিয়ে যায়, গুনাহ মিষ্টি লাগে, আল্লাহর কথা ভারী লাগে।
“তোমরা তাদের অনুসরণ করো না, যাঁরা নিজেদের খেয়াল-খুশির অনুসরণ করে।”
সূরা জাসিয়া, আয়াত ১৮

৬. ইমাম শাতিবী (রহ.) বলেছেন, যে নিজের নফসকে গাইড ছাড়া চালায়, তার গাইড হয়ে যায় শয়তান।
আল-ই’তিসাম, খণ্ড ১

৭. ওলি আল্লাহর সোহবতে আত্মা শুদ্ধ হয়, গুনাহের আগুন নিভে যায়, আত্মা প্রশান্ত হয়, কান্না ফিরে আসে।
“নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।”
সূরা রা’দ, আয়াত ২৮

৮. সাহাবিরা নবীজির সোহবতের মাধ্যমেই আত্মিকভাবে পরিপূর্ণ মানুষ হয়েছিলেন।
“তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ।”
সূরা আহযাব, আয়াত ২১

৯. আত্মা আয়নার মতো, যা শুধুই সৎ সঙ্গ দ্বারা পরিষ্কার হয়।
“সৎ লোকের সঙ্গ তোকে সৎ বানাবে, আর অসৎ তোকে বিপথগামী বানাবে।”
আবু দাউদ, হাদীস ৪৮৩৩

১০. যেমন চিকিৎসক ছাড়া রোগের চিকিৎসা হয় না, তেমনি আত্মার চিকিৎসক ছাড়া আত্মা শুদ্ধ হয় না।
“আল্লাহ সেই রোগ দেন না, যার জন্য তিনি ওষুধ রাখেননি।”
সহীহ বুখারী, হাদীস ৫৬৭৮

১১. পরিপূর্ণ আত্মশুদ্ধি ও শান্তি পেতে হলে, একজন আল্লাহওয়ালা মুর্শিদের সোহবত নেওয়া আবশ্যক।
“আল্লাহর পথে দাওয়াত দেয় এমন ব্যক্তির সঙ্গে থেকো, যার আচার-আচরণ সৎ।”
সূরা লুকমান, আয়াত ২২

১২. এই সোহবতই আত্মার দরজা খুলে দেয়, চোখের অশ্রু ফিরিয়ে আনে, আল্লাহর প্রেমে ভাসিয়ে দেয়।
“আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দেন এবং তাঁদেরকে নিজ পক্ষ থেকে রুহানিয়াত দান করেন।”
সূরা মুজাদালাহ, আয়াত ২২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button