বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর উদ্যোগে ২৭ ওয়ার্ডের প্রতিনিধি সম্মেলনে হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওঃ জালালুদ্দিন আহমাদ। তিনি বলেন আল্লার দ্বীন বিজয়ের আজ বড়ো প্রয়োজন একজন যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনীর।
রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে শান্তি ফিরে আনতে হলে, যাদের চিন্তা চেতনা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করবে, তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতা আনতে হবে। তাই আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক রিশকা মার্কা ভোট দিয়ে, আগামীর দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ ।
এই সময় উপস্থিত ছিলেন মাওঃ অলিউল্লাহ, মাওঃ মোজাম্মেল হোসেন, সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিন কিবরিয়া, মাওলানা শরীফ আহমদ আশরাফি ও মাওলানা অলিউল্লাহ সাংগঠনিক সম্পাদক এম এ মামুন প্রমুখ।



