খিলক্ষেতে সেনাবাহিনীর অভিযান: ২ লাখ ৩০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা (৩৫)-কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৪ আগস্ট) বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল তাকে ২ লাখ ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই অভিযানের পেছনে ছিল একটি সুনির্দিষ্ট অভিযোগ। গত ৩ আগস্ট রাতে মাসুদ রানা তিন যুবককে তার ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে নির্যাতন চালান এবং জোরপূর্বক চাঁদা আদায় করেন। এই অভিযোগ পাওয়ার পরই সেনাবাহিনী তাকে ধরতে অভিযান পরিচালনা করে।
আটক মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি বলে জানা গেছে। তার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে চাঁদাবাজির দায়ে উত্তরা আর্মি ক্যাম্প তাকে গ্রেপ্তার করেছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় তার অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন।
মাসুদ রানার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।
আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



