
নিজস্ব প্রতিবেদক, (হোমনা ) : জনতার বিজয় মিছিলে অংশ নিয়ে আমরা সেই সাহস, প্রত্যয় ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে নতুনভাবে সামনে আনতে চাই।’ ‘আওয়ামী লীগ এর মতো বিএনপিকে ভুল করলে চলবে না। তাদের কাছে শিক্ষা নিয়ে বিএনপিকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে।’ ‘তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্র এবং যুব সমাজ অতীতেও সহযোগিতার পরিচয় দিয়েছে এখনো সেই পথেই আছে। “দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম-নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণভরে স্মরণ করছি।”
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এসব কথা বলেন। এর পূর্বে বিশাল একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ নম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম – আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও ঘারমোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম – আহবায়ক মোহাম্মদ হানিফ কন্ট্রাক্টর, সাইদুল হাসান শাহিন, শামসুদ্দিন চেয়ারম্যান, মো. শাহ আলম হিমেল, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,সাইফুল ইসলাম (ভিপি) রাজা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম – আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ মোল্লা, উপজেলা জাসাস দলের আহবায়ক মোঃ কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক,
জামাল সরকার, ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুছা, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, কৃষক দলের সভাপতি ইউনুস মিয়া, ঘাগুটিয়া ইউনিয়ন যুবদল নেতা আল কাইয়ুম, ছাত্রদল নেতা মুজিবুর রহমান, হোমনা সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হায়দার রনি, সালাউদ্দিন সানিসহ উপজেলাধীন ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ কুমিল্লা – ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রিয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।



