চট্টগ্রাম বিভাগজাতীয়প্রশাসনবিভাগ

চৌদ্দগ্রামে শহীদ জামশেদের কবরে থানা প্রশাসনের শ্রদ্ধা ও দোয়া

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ খোরশেদ আলম:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে চৌদ্দগ্রাম থানা প্রশাসন। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে শহীদের গ্রামের বাড়িতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত তাবাচ্ছুম এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ শহীদ জামশেদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মান্নান, শহীদ জামশেদের গর্বিত পিতা শাহজালাল মিয়াজী, চাচা ও বিএনপি নেতা আইয়ুব মিয়াজী, আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, প্রেস ক্লাবের সদস্য আবু বকর সুজন, কুমিল্লা বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিন, চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহ ও সাইদুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক নেতা মরতুজা মজুমদার, কামাল হোসেন, শামীম মিয়াজী, রিয়াদ ভূঁইয়া, হাফেজ আহাম্মদ, আবদুল মমিনসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button