
আব্দুল হাফিজ খসরুঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ (শনিবার) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক। এছাড়াও সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এবং যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে দলের নির্বাচনি পরিকল্পনার বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন অধ্যাপক সিরাজুল হক। এরপর দলের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বরিশাল বিভাগের ২১টি আসনের জন্য ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ. কে. এম. মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমানসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিচে তুলে ধরা হলো:
বরিশাল জেলা:
- বরিশাল-১: অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন
- বরিশাল-২: মো. মোস্তাফিজুর রহমান ইরান
- বরিশাল-৩: অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন
- বরিশাল-৪: অধ্যাপক রুহুল আমিন কামাল
- বরিশাল-৫: অধ্যাপক এ. কে. এম. মাহবুব আলম
- বরিশাল-৬: অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান
বরগুনা জেলা:
- বরগুনা-১: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন
- বরগুনা-২: অধ্যাপক মো. রফিকুল ইসলাম
পটুয়াখালী জেলা:
- পটুয়াখালী-১: অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান
- পটুয়াখালী-২: মাওলানা মো. আইয়ুব বিন মুসা
- পটুয়াখালী-৩: অ্যাডভোকেট দেলোয়ার হোসেন
- পটুয়াখালী-৪: ডা. জহির আহম্মেদ
ঝালকাঠি জেলা:
- ঝালকাঠি-১: মাওলানা মইনুল ইসলাম
- ঝালকাঠি-২: ডা. মো. সিদ্দিকুর রহমান
ভোলা জেলা:
- ভোলা-১: মাওলানা শামসুল আলম
- ভোলা-২: অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন
- ভোলা-৩: মাওলানা আবদুর রাজ্জাক
- ভোলা-৪: ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান
পিরোজপুর জেলা:
- পিরোজপুর-১: মাওলানা আবদুল গাফ্ফার
- পিরোজপুর-২: হাফেজ মো. নূরুল হক
- পিরোজপুর-৩: অধ্যাপক মোতালেব হোসেন



