জাতীয়ঢাকাঢাকা বিভাগ

টঙ্গীতে ট্র্যাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ, পরিচয় শনাক্ত, মাথা এখনো নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে রাস্তার পাশে দুটি ট্র্যাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অলি মিয়া (৩৬)। তিনি নরসিংদী সদর থানা এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং আজমেরী পরিবহনের সহকারী হিসেবে কাজ করতেন। তবে তার মাথা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৮ই আগস্ট) সকাল ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় স্থানীয় হাজীর বিরিয়ানীর দোকানের কাছে রাস্তার পাশে ব্যাগ দুটি দেখতে পান এলাকাবাসী। ব্যাগগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলোর ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো দেহের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করে।

এভাবে ট্র্যাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, রাতের বেলায় রাস্তার দুর্বল আলোর সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহত অলি মিয়ার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button