অপরাধআইন ও বিচারআইন, ও বিচারচট্টগ্রাম বিভাগ

ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

আহসানুজ্জামান, দক্ষিণ জেলা প্রতিনিধি (কুমিল্লা): কুমিল্লা জেলার  সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট)২৫ ইং সকালে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল সংলগ্ন তার ওয়ার্কশপের পাশের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওয়ার্কশপ মালিক  নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ চালাতেন দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপের পাশাপাশি একতলা ভবনটিরও দেখাশোনা করতেন নিহত দুলাল মিয়া।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ভবনের এক ভাড়াটিয়ার কাছে ভাড়া তুলতে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ রবিবার সকালে স্বজনরা ওয়ার্কশপে গিয়ে পাশের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button