
মোস্তফা কামাল মজুমদার:
‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ফ্যাসিবাদী সরকারের পতন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে সাভারে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
র্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী। মুফতি সুলতান মাহমুদ ও মুফতি মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহ-সভাপতি ও সাভার থানা শাখা সভাপতি মাওলানা হাফেজ নূর মুহাম্মদ, ঢাকা-২০ এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু সাঈদ জিহাদী, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি মাহমুদুল হাসান আওলাদ প্রমুখ।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, মাওলানা আফসার মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাউসার হোসাইন, মাওলানা আজিজুর রহমান, সাভার পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, আশুলিয়া থানার সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব মাওলানা ইসমাইল হোসাইনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে রেডিও কলোনি এলাকায় গিয়ে শেষ হয়।



